কও, কী কথা কবে ?

 


কও, কী কথা কবে ?

                                                        - সুখন সাত্তার

কও, কী কথা কবে!
কান পেতেছি আমি আকাশেতে!!
মন সে তো মরে গেছে,
মেঘেরা তাকে লুকিয়েছে,
বুকের ভাঁজে ভাঁজে গভীর গভীরেতে!!
কও, কী কথা কবে!
কান পেতেছি আমি আকাশেতে!!
বেঁচে আছি আমি ভুলে গেছি!
কে কাছের কে দূরের সবইতো মিছেমিছি!
সেই ভাবনা নেই আজ আর এই প্রাণেতে!!
কও, কী কথা কবে!
কান পেতেছি আমি আকাশেতে!!
এখনো আমি সচল আছি,
সজল আঁখি মুছে দিয়েছি!
জেগে উঠেছি অভিনব বিশ্বাসেতে!!
কও, কী কথা কবে!
কান পেতেছি আমি আকাশেতে!!
থাকো, তুমি তোমাকে নিয়ে,
কাজ নেই আজ আর কথায় ভিজিয়ে!
পুরনো সেই সৈকতে নতুন করে পানশী ভিড়ানোতে!
কও, কী কথা কবে!
কান পেতেছি আমি আকাশেতে!!