আবারও আগুনে আতঙ্কে বরিশালগামী লঞ্চ সুরভি ৯


 

                     বরিশালগামী লঞ্চ সুরভি ৯ আবারও আগুনে

ঢাকা থে‌কে ৫ শতা‌ধিক যাত্রী নি‌য়ে ব‌রিশালগামী এমভি সুরভী-৯ নামে একটি ল‌ঞ্চের এক‌টি ইঞ্জিনে ত্রুটির অভিযোগে লঞ্চটি মেঘনার চাঁদপু‌রের মোহনপু‌রে নোঙর কর‌তে বাধ্য ক‌রে‌ছে বিআইড‌ব্লিউ‌টিএ। শনিবার  রাত ১২টার দিকে এই ঘটনা ঘটে। ওই লঞ্চের যাত্রীদের আজ সকালে বিকল্প লঞ্চে গন্তবে পাঠানোর কথা জানিয়েছেন বিআইড‌ব্লিউ‌টিএ ব‌রিশালের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

সংশ্লিস্টরা জানান, রাত ১১ টার দিকে বরিশালগামী ওই লঞ্চের একটি ইঞ্জিনের সাইলেন্সার পাইপে লাগানো  ভেজাপলেস্তার থেকে তাপে ধোয়া বের হতে দেখে যাত্রীদের মধ্যে কেউ চিৎকার শুরু করে। মুহূর্তেই ওই লঞ্চে আগুন আতংক ছড়িয়ে পড়ে। যাত্রীদের মধ্য থেকে কেউ ৯৯৯ নম্বরে যোগাযোগ করলে দ্রুত লঞ্চটিকে তদারক করতে কোস্টগার্ড পাঠানো হয়। যাত্রীদের বক্তব্য শুনে কর্তৃপক্ষ ইঞ্জিনের সম্ভাব্য ত্রুটির অভিযোগে লঞ্চটি মেঘনার মোহনপুরে নোঙ্গর করতে বাধ্য করে। যাত্রীদের ভোগান্তি বিবেচনায় লঞ্চ কর্তৃপক্ষ ওই ইঞ্জিন বন্ধ রেখে অপর একটি ইঞ্জিন চালিয়ে গন্তব্যে যেতে চাইলেও বিআইডব্লিউটিএ লঞ্চটির যাত্রা বাতিল করে।  তাৎক্ষণিক বিকল্প লঞ্চ না পাওয়ায় সকালে একই কোম্পানীর আরেকটি লঞ্চ দিয়ে ওই যাত্রীদের গন্তব্যে পাঠানোর কথা জানিয়েছেন সংস্থার বরিশাল কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান।

                                                                                                                    তথ্য/রিপোর্টঃ - News24
বিস্তারিত ভিডিও-  https://www.youtube.com/watch?v=15bdVLZkmYU