বিশ্বকাপ জেতার পরে দুই সপ্তাহ আর্জেন্টিনা হতে ছুটি কাটিয়ে লিওনেল মেসি আজকে পিএসজিতে ফিরেছে হালকা-পাতলা অনুশীলনও করেছে। ক্লাবের সতীর্থরা তাকে গার্ড অফ ওনার দিয়েছে।কিন্তু এমবাপ্পে ও হাকিমি মেসিকে শুভেচ্ছা জানাতে পিএজিতে আসেননি। তারা আগে থেকেই ছুটিতে নিউইয়র্ক গেছে।
পিএসজি ক্লাব থেকে একটি উপহারও দেওয়া হয়। মেসি তার ফেসবুক একাউন্টে তার পিএসজি কে নিয়ে তার লক্ষ্যের কথা বলেছেন বলেছেন সে চ্যাম্পিয়ন লিগ পিএজিকে শিরোপা দিতে চান।