দেশে দেশে শত শত সামরিক ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। যেসব দেশে ঘাঁটি নেই, সেখানে মোতায়েন আছে সেনাবাহিনী। অ্যান্টার্কটিকাসহ সাত মহাদেশেই সামরিক জাল বিছিয়ে রেখেছে এই দেশটি। কোন দেশে কতটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে? কোন দেশে কত মার্কিন সেনা মোতায়েন আছে? আর এসবের পেছনে যুক্তরাষ্ট্রের উদ্দ্যেশ্য কী?
আমেরিকার এটাই বড় দাদা গিরি, মোস্ট পাওয়ারফুল, সুপার পাওয়ার একক আধিপত্য বিস্তার লাভ করেছে
একটা সার্বভৌমত্ব দেশে আরেকটা সার্বভৌমত্ব দেশের শাসন এবং ওই দেশে ভিনদেশী সেনা থাকবে ঘাঁটি করবে এটা কেমন