জানুন বুলেট ট্রেন এর ইতিহাস ! এতো স্পিড কেন ?



     রেলগাড়ির প্রথম আবিষ্কাকার হয়েছে ১৮০৪ সালে। প্রথম ট্রেনের গতি ছিল ঘন্টায় মাত্র ১০ কিলোমিটার। তার দুইশ বছর পরে, উচ্চগতির ট্রেন প্রথম ট্রেনের চেয়ে ৩০ গুণ দ্রুত চলতে পারে। এক সময় ঘন্টায় ২০০ কিলোমিটার বেগে চলতে থাকা রেলগাড়িকে হাই স্পিড ট্রেন হিসেবে বিবেচনা করা হত। এই গতিসীমা সর্বপ্রথম অতিক্রম করেছে জাপান, যা পরবর্তীতে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বব্যাপী। জাপানের এসব হাই স্পিড ট্রেন কে বলা হত বুলেট ট্রেন। বর্তমানে ইউরোপ এবং এশিয়ার অনেক দেশই ঘন্টায় ২৫০ কিলোমিটার গতিবেগের রেলগাড়ি সেবা দিয়ে যাচ্ছে। অবশ্য বর্তমানে বিষ্ময়ও যেন তার সীমানা অতিক্রম করেছে। এখন পর্যন্ত রেলগাড়ির সর্বোচ্চ গতিসীমা রেকর্ড করা হয়েছে ঘন্টায় প্রায় ৬০০ কিলোমিটার। দূর ভবিষ্যতে এই গতি কোথায় গিয়ে ঠেকবে তা কেউ বলতে পারে না! 

বিস্তারিত জানতে ভিডিও - https://www.youtube.com/watch?v=vx37bDioDAI