বিমান এর চাকায় লুকিয়ে আফ্রিকা থেকে ইউরোপে!Hidden on the wheels of the plane from Africa to Europe


রয়েল ডাচ মিলিটারি পুলিশের মুখপাত্র জোয়ানা হেলমন্ডস বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিমানটির নোজ চাকার অংশে লোকটিকে জীবিত পাওয়া যায় এবং স্থিতিশীল অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডাম শিফোল বিমানবন্দরে অবতরণ করা একটি বিমানের চাকার নিচে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে জীবিত পেয়েছে বলে জানিয়েছে ডাচ পুলিশ।



মালবাহী বিমানটি কেনিয়ার নাইরোবিতে একটি যাত্রাবিরতিসহ জোহানেসবার্গ থেকে আমস্টারডামে পৌঁছাতে সময় লাগে ১১ ঘণ্টা।

পুলিশ জানায়, ওই ব্যক্তির বয়স ও জাতীয়তা এখন পর্যন্ত নির্ণয় করা সম্ভব হয়নি।

'লোকটি এখনও বেঁচে আছেন, এটি আসলেই চমকপ্রদ ঘটনা', বলেন তিনি।

এত উচ্চতায় ঠান্ডা ও অক্সিজেন স্বল্পতায় দীর্ঘ যাত্রায় ওই ব্যক্তির বেঁচে থাকাটা বিরল।