গুগল কিনতে চায়নি কেউ


Ekushe Net News


    ১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুজন পিএইচডি ছাত্র একটি গবেষণা প্রকল্প শুরু করেন। সেই ছাত্র দুজন হলেন ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন। তাদের সেই গবেষণা প্রকল্প থেকেই জন্ম নিয়েছে আজকের প্রযুক্তি দানব প্রতিষ্ঠান গুগল। গুগল হল বর্তমান বিশ্বের ১ নম্বর সার্চ ইঞ্জিন। সবচেয়ে জনপ্রিয় এই ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন বাজারের ৭০ শতাংশ দখল করে আছে। শুধু তাই নয়, গুগলের অভিভাবক সংস্থা এলফাবেটের অধীনে প্রায় ২০০ টিরও বেশি কম্পানি এবং গুগলের নামে প্রায় ২৭১ টি পণ্য বাজারে রয়েছে। কেউ কখনও কল্পনাও করেনি, সেই পিএইচডি গবেষণা প্রকল্প একদিন আজকের গুগলে পরিণত হবে। গুগলের প্রতিষ্ঠাতারা প্রথম এই প্রতিষ্ঠানের নাম দিয়েছিল ব্যাকরাব। ব্যাকরাব হল এমন একটি পদ্ধতি, যার সাহায্যে একটি ওয়েবসাইট আরেকটি ওয়েবসাইটকে খুঁজে বের করে এবং সেগুলোর অতীত লিংকের ওপর নির্ভর করে ওয়েবপেইজ র‌্যাংকিং নির্ধারণ করে। ১৯৯৯ সালে ল্যারি এবং সের্গেই গুগলকে ১ মিলিয়ন ডলারে বিক্রি করার চেষ্টা করেছিলেন। কারণ এই কম্পানির করাণে তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছিল। কিন্তু তখনকার দিনে গুগল কেনার মতো কোন গ্রাহক ছিল না। এমনকি দাম কমিয়ে দেয়ার পরেও কোন গ্রাহক মেলেনি। অথচ মাত্র ২২ বছরের ব্যবধানে সেই গুগলের মোট সম্পদের পরিমাণ ৯৩৪ বিলিয়ন ডলার। আর গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ বিশ্বের ৮ম এবং সার্গেই ব্রিন বিশ্বের ৯ম শীর্ষ ধনী

বিস্তারিত ভিডিও - https://www.youtube.com/watch?v=5TLK78-4gsM&t=4s