কেন এত বেশি পদ্মা সেতুর টোল ? | Padma Bridge Toll

 দীর্ঘ ৮ বছর পর চালু হতে যাচ্ছে সপ্নের পদ্মা সেতু ।

 বাংগালির অনেক সপ্নের এই পদ্মা সেতু । দীর্ঘ ৮ বছর ধরেই চলছে এই সেতু প্রকল্প । অনেক সাধনার পর সপ্ন এবার বাস্তবতায় রুপান্তরিত হতে চলেছে। চালু হতে চলেছে পদ্মা সেতু। সরকার তরফ হইতে পদ্মা সেতুর টোল আদায়ের মূল্য নির্ধারন করা হয়েছে । 

কিন্তু প্রশ্ন একটা রয়েই গেল , এতো বেশি কেন এই টোল ?

 ঢাকা থেকে মাওয়া পর্যন্ত প্রদান করতে হবে ২ পর্বেই টোল যা অন্যান্য টোল অনুযায়ী অনেকটাই বেশি ।

এ নিয়েই একুশে নেট-এর নিজস্ব প্রতিবেদনের ভিডিও তে তুলে ধরা হয়েছে "কেন এত বেশি পদ্মা সেতুর টোল ?"