রাসেলের অদ্ভুতুড়ে রানআউট নিয়ে টুইটারে ঝড় | BPL News Lastest | Ekushe News


রানআউট হলে আক্ষেপটা একটু বেশিই থাকে। তার ওপর আন্দ্রে রাসেল এমনভাবে রানআউট হলেন, যা হয়ত কোনোদিনও মেনে নিতে পারবেন না তিনি। বিপিএলে রাসেলের অদ্ভুত রান আউট নিয়ে সমর্থকদের মধ্যেও চলছে আলোচনা।





শুক্রবার (২১ জানুয়ারি) শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। এই আসরে রাসেল খেলছেন মিনিস্টার ঢাকার হয়ে। আসরের দ্বিতীয় ও নিজেদের প্রথম ম্যাচে ঢাকা মুখোমুখি হয় খুলনা টাইগার্সের।

টস হেরে ব্যাট করতে নেমে তিন উইকেট পতনের পর ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। একটি ছক্কাও হাঁকান। ১৫তম ওভারের শেষ বলে থিসারা পেরেরার ডেলিভারিকে শর্টে ঠেলে এক রানের জন্য প্রান্ত বদল করেন। নন স্ট্রাইকিং প্রান্ত থেকে মাহমুদউল্লাহ রিয়াদ একটু দ্রুতই দৌড়াচ্ছিলেন।

ফলে তাকে রানআউটের চেষ্টা চালালেও ব্যর্থ হন খুলনার ফিল্ডাররা। তবে স্ট্রাইকিং প্রান্তের উইকেটে আঘাতের পর তানজিদ হাসান তামিমের থ্রো করা বল ছুটতে থাকে নন-স্ট্রাইকিং প্রান্তে। আর তা নন স্ট্রাইকিং প্রান্তের উইকেট ভাঙে রাসেল পপিং ক্রিজে প্রবেশের আগেই! এদিকে তো আর বল আসবে না- এই ভেবে হেলেদুলে ধীরেস্থিরে হাঁটছিলেন রাসেল। ঘুণাক্ষরেও টের পাননি, এভাবে রানআউট হতে হবে!

রাসেলের এমন অদ্ভুত রানআউট যেন বিশ্বাস করতে পারছেন না অনেকে। একনজরে দেখে নিন উল্লেখযোগ্য কিছু টুইটার প্রতিক্রিয়া।