বিপিএলে মুশফিককে ছাড়িয়ে এখন তামিম । BPL Cricket News 2022 | Ekushe News


    বিপিএলের গত কয়েক আসর ধরেই মুশফিকুর রহিম ও তামিম ইকবালের মধ্যে রানের লড়াই চলছে। এই লড়াইয়ে কখনও এগিয়ে থাকছেন তামিম, কখনও আবার মুশফিক। বিপিএলের অষ্টম আসরের দ্বিতীয় ম্যাচে এসে মুশফিককে পেছনে ফেললেন দেশসেরা ওপেনার। আজ (শনিবার) ১০ রান দূরে থাকতে ব্যাটিংয়ে নেমেছিলেন তামিম। শুরুতে কিছুটা অস্বস্তি নিয়ে খেললেও কয়েক ওভার পরেই সহজাত ব্যাটিংয়ে মুশফিককে ছাড়িয়ে যান তিনি।

বঙ্গবন্ধু বিপিএলের অষ্টম আসর শুরুর আগে ২ হাজার ২৭৪ রান নিয়ে শীর্ষে ছিলেন মুশফিক। মিনিস্টার ঢাকার হয়ে খেলতে নামা তামিম পিছিয়ে ছিলেন ৬০ রানে। প্রথম ম্যাচে ৫০ রানে আউট হলে অপেক্ষা বাড়ে তার। তবে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি দেশসেরা ওপেনারকে। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই এই মাইলফলকে পৌঁছান তিনি। মেহেদী হাসান মিরাজকে লং অনে বিশাল এক ছক্কায় ছুঁয়ে ফেলেন মুশফিককে। পরের বলে সিঙ্গেল নিয়ে বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক হয়ে যান তামিম।

মুশফিক ৮৬ ম্যাচর ৮২ ইনিংসে ব্যাট করে ২ হাজার ২৮০ রান করেছেন। এই উইকেটকিপার ব্যাটারের চেয়ে ১১ ইনিংস কম খেলে পেছনে ফেলেছেন তামিম। বিপিএলে স্থানীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও তামিমের। ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ১৪২ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে তামিম। গত বছরের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। অপেক্ষায় আছেন আসন্ন আফগানিস্তান সিরিজে ফেরার। দুই সপ্তাহ আগে বিসিএলে তিন মাস পর ম্যাচ খেলতে নামেন তামিম। যদিও পূর্বাঞ্চলের হয়ে উপলক্ষ রাঙাতে পারেননি। তবে বিপিএলের প্রথম দুই ম্যাচে ভালো কিছুরই ইঙ্গিত দিয়ে রাখলেন বাঁহাতি ওপেনার।