নতুন মোড়কে ও ভিন্ন স্বাদে বাজারে আসছে কোকাকোলা

সম্প্রতি নতুন সাজে কোকের ক্যান বাজারে এনেছে জনপ্রিয় কোমল পানীয় প্রস্ততকারক কোকাকোলা। শুধু তাই না, নকশার পাশাপাশি স্বাদেও নতুনত্ব এনেছে প্রতিষ্ঠানটি। বাজারে টিকে থাকতে এবং কোকের প্রতি ক্রেতাদের আকর্ষণ বাড়াতেই অভিনব এ কৌশল অবলম্বন করেছে তারা।


২০২০ সালে নিজেদের পোর্টফলিও অর্ধেক ছাঁটাই করার সিদ্ধান্ত নেয় কোকাকোলা। প্রতিষ্ঠানটি তাদের অধীনে থাকা খারাপ পারফরম্যান্স করা ব্র্যান্ডগুলোকে বাদ দিয়ে কোকের মতো প্রভাবশালী ব্র্যান্ডগুলোর দিকে মনোযোগ দেয়। বর্তমানে কোকাকোলা তাদের কোকের বোতল বা ক্যানের বাইরের নকশার পরিবর্তন এবং নতুন পণ্য বাজারে এনে গ্রাহক বাড়ানোর উদ্দেশ্যে কাজ করছে।


২০২১ সাল থেকেই কোকাকোলা নিজেদের পণ্যের বাজারজাতকরণ নতুন করে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেয়। তখনই তারা তাদের ডায়েট কোক এবং কোক জিরো সুগারের প্যাকেজিং পরিবর্তন করে। পাশাপাশি ডায়েট কোকের স্বাদ সাধারণ কোকের মতো রাখতে কোকের রেসিপিতেও পরিবর্তন এনেছে প্রতিষ্ঠানটি।