Ads -Header

আবারও আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরলেন রোচ-কিং | Roach-King returned to the ODI team after two and a half years | Ekushe News

 




ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় আড়াই বছর পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে সুযোগ মিলেছে কেমার রোচ ও ব্রেন্ডন কিংয়ের।আড়াই বছর পর ওয়ানডে দলে ফিরলেন রোচ-কিং


ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষেই ভারত সফরের জন্য উড়াল দিবেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা। ভারতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য কাইরন পোলার্ডকে অধিনায়ক করে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে নেই কোনো নতুন মুখ, তবে ফিরেছেন পুরানো ক্রিকেটাররা।

২০১৯ সালের আগস্ট মাসে সর্বশেষ জাতীয় দলের পক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন কেমার রোচ। টেস্টে নিয়মিত মুখ হলেও গত আড়াই বছর ধরে ওয়ানডেতে সুযোগই পাচ্ছিলেন না তিনি। গুরুত্বপূর্ণ ভারত সফরে এই অভিজ্ঞ বোলারকে আবার স্মরণ করলো ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ান প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস জানান, দলের প্রধান পেস বোলার হিসেবেই রোচকে আবার ওয়ানডে দলে নেওয়া হয়েছে।

এছাড়া ব্যাটার ব্রেন্ডন কিংও আড়াই বছর পর দলে ফিরলেন। তিনি ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচে মাঠে নেমেছিলেন ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে। বর্তমানে কিং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ইংল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি খেলছেন। এছাড়া ২০২১ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে অভিষেক হওয়া ৩৩ বছর বয়সী ব্যাটার এনক্রুমাহ বনারও আবার সুযোগ পেয়েছেন।

উল্লেখ্য, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচই আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর কলকাতার ইডেন গার্ডেনসে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।


ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড :
কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমাহ বনার, ড্যারেন ব্রাভো, শামারহ ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, অকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।