Ads -Header

আন্তর্জাতিক টি-টোয়েন্টি তে ডাবল হ্যাট্টিকগুলো | Double hat-tricks in T20 | Ekushe News

 

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জেতানোর পথে ডাবল হ্যাটট্রিক করেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। হোল্ডারের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ডাবল হ্যাটট্রিক করেছেন আরও তিন বোলার।



আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যতসব ডাবল হ্যাটট্রিক


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ ডাবল হ্যাটট্রিক করেছেন হোল্ডার

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৪ উইকেটে ১৭৯ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ বলে ৪১ রান করেন কাইরন পোলার্ড। এছাড়া রোভম্যান পাওয়েল ১৭ বলে ৩৪ রান, ব্রেন্ডন কিং ৩১ বলে ৩৪ রান ও কাইল মেয়ার্স ১৯ বলে ৩১ রান করেন। ইংল্যান্ডের পক্ষে আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন দুইটি করে উইকেট নেন।

জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ২০ রান। যা প্রতিরোধ করতে হোল্ডারের হাতে বল তুলে দেন পোলার্ড। ওভারের প্রথম বলটিই নো-বল হয়। প্রথম বৈধ বলটিতে কোনো রান পায়নি ইংল্যান্ড। দ্বিতীয় বলে হেইডেন ওয়ালশের হাতে তালুবন্দী হন ক্রিস জর্ডান। তৃতীয় বলে আবার ওয়ালশের হাতে ক্যাচ আউট হন স্যাম বিলিংস। হ্যাটট্রিক পূরণ করার বলটিতে আদিল রশিদের ক্যাচ নেন ওডেন স্মিথ।

হ্যাটট্রিক করেই থামেননি হোল্ডার। টানা চতুর্থ বলটিতেও উইকেট শিকার করে ইংল্যান্ডকে অল-আউট করার পাশাপাশি ডাবল হ্যাটট্রিকের কৃতিত্ব গড়েন। ডাবল হ্যাটট্রিক করার বলটিতে সাকিব মাহমুদকে বোল্ড করেন হোল্ডার। ২০ ওভারের ক্রিকেটের আন্তর্জাতিক সংস্করণে চতুর্থ বোলার হিসেবে ডাবল হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ডাবল হ্যাটট্রিক করেন রশিদ

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ডাবল হ্যাটট্রিকটি এসেছিল রশিদ খানের হাত ধরে। এই আফগান লেগ স্পিনার আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম এই রেকর্ড গড়েছিলেন। রশিদের টানা চারটি বলে আউট হয়েছিলেন কেভিন ও’ব্রায়েন (ক্যাচ আউট), জর্জ ডকরেল (ক্যাচ আউট), শেন গেটকেট (স্টাম্পিং আউট) ও সিমি সিং (এলবিডব্লিউ)। ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি এই কীর্তি গড়েছিলেন রশিদ।


নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল হ্যাটট্রিক করেন মালিঙ্গা

একই বছর সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন মালিঙ্গা। টানা চার বলে মালিঙ্গা আউট করেছিলেন কলিন মানরো (বোল্ড আউট), হামিশ রাদারফোর্ড (এলবিডব্লিউ), কলিন ডি গ্রান্ডহোম (বোল্ড আউট) ও রস টেলরকে (এলবিডব্লিউ)। ডাবল হ্যাটট্রিকগুলোর মধ্যে একমাত্র বোলার মালিঙ্গা যিনি কোনো ফিল্ডারের সাহায্য ছাড়াই চারটি উইকেট পেয়েছেন।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ ডাবল হ্যাটট্রিক করেন ক্যাম্ফার ,
হোল্ডারের আগে সর্বশেষ ডাবল হ্যাটট্রিকটি এসেছিল গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার এই কীর্তি গড়েছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে। ক্যাম্ফারের বলে প্রথম আউটটি ছিল ক্যাচ আউট, উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন কলিন অ্যাকারম্যান। পরের তিন বলে আউট হন রায়ান টেন ডেসকাট (এলবিডব্লিউ), স্কট এডওয়ার্ডস (এলবিডব্লিউ) ও রিওলফ ফন ডার মার‍য়ে (বোল্ড আউট)।